চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে ২৭ ফেব্রয়ারি রাতে ৪ টি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। জুয়েল ইলেকট্রনিক্স, রুমা স্টোর, মেসার্স ফারুক এন্টার প্রাইজ ও হাবিব টেলিকমে চুরির ঘটনাটি ঘটে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
চুরি হওয়া দোকানদার মালিকগন জানান, তারা প্রতিদিনের নেয় রাত ৯ টার সময় দোকান বন্ধ করে বাড়ি যায়। সকালে এসে দেখে দোকানের সাটার ও তালা ভাঙ্গা। পরে দোকানের ভেতরে গিয়ে দেখে নগদ টাকা, মোবাইল, চার্চার, ব্যাটারী, সিগারেটসহ আরো জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে।
খবর পেয়ে পরে মতলব উত্তর থানার (ওসি তদন্ত) মোরশেদ আলম ভূইয়া, সেকেন্ড অফিসার এস আই গোলাম মোস্তফা ও ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাক নাছির ফরাজী পরিদর্শন করেন।
এসময় ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতির কার্যকরি কমিটির সাবেক সভাপতি মোঃ শাহ আলম প্রধান, সাবেক সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,বর্তমান কার্যকরি কমিটির সদস্য সদস্য মোঃ নাজমুল খান, ব্যবসায়ী মোঃ কাউছার মেহেদী, মোঃ ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
জুয়েল ইলেকট্রনিক্স এর মালিক জুয়েল চাঁদপুর টাইমসকে জানান, ‘তার দোকান থেকে নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় ২ লাখ টাকার টাকার মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। এছাড়া মেসার্স ফারুক এন্টার প্রাইজ এর দোকানদার মোঃ ফারুক সর্দার জানান, তার দোকান থেকে নগদ ৫ হাজার টাকা ও ৭ হাজার টাকার মুদি মালামাল চুরি করে নিয়ে যায়।’
প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল
২৮ ফেব্রুয়ারি,২০১৯