ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে উন্নয়নের জন্যে বাকী জীবন উজাড় করে দিবো : শফিকুর রহমান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের বিজয়ের লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়নের মেম্বার ও পৌরসভার কাউন্সিলর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের ডাক বাংলোয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রত্যেক জনপ্রতিনিধির কাছে একটি ভোট ব্যাংক রয়েছে। সেই ভোটারদের কাছে প্রতিদিন অন্তত একবার করে দেখা করতে হবে। সরকারের উন্নয়ন কাজ সর্ম্পকে জনগনকে জানাতে হবে। আমি আপনাদেরকে তিনটি কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কাজগুলো হলো নির্বাচনী উৎসবের উত্তাপ ছড়িয়ে দেওয়ার জন্যে প্রত্যেক ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে প্রচারের জন্যে একটি মাইক সেট দিয়ে প্রচার করুন, একটি মিছিল বের করা ও উঠান বৈঠকে নারীদের নৌকায় ভোট দেওয়ার জন্যে উদ্বুদ্ধ করুন।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান নির্বাচিত হলে আপনারা বৈষম্যের শিকার হবেন না। প্রত্যেকে প্রত্যেকের সম্মান এবং মর্যাদাটুকু পাবেন।’

এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, ‘নৌকায় ভোট দিলে শেখ হাসিনা পাবে। শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। দেশে পদ্মা সেতুরমত বড় প্রকল্পগুলো নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হবে। ফরিদগঞ্জবাসীর প্রতি আহ্বান থাকবে আমি আপনাদের কাছে তৃতীয়বারের মতো এসেছি, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি ফরিদগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য আমার বাকী জীবন উজাড় করে দিবো।’

জেলা পরিষদের সদস্য মো. রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং মো. মশিউর রহমান মিটু ও সাইফুল ইসলাম রিপনের যৌথ উপস্থাপনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা পরিষদের সদস্য (সংরক্ষিত) জোবেদা মজুমদার খুশি, এসময় বক্তব্য রাখেন পৌর সভার কাউন্সিলর মো. মজিবুর রহমান, ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিন মিজি, আব্দুল হাই মজুমদার, আব্দুছ চাত্তার মিজি, নাছির উদ্দিন পাটওয়ারী, আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম, মো. তোপায়েল আহম্মদ বাহার পাটওয়ারী, আব্দুল কাদের, পিএম আক্তার, আলী হায়দার উজ্জল, মো. মাহিন, জাকির হোসেন খাঁন, দেলোয়ার হোসেন খাঁন, মো. আমিন, হুমায়ুন কবির, মো. সোহেল হোসেন, মমিন হোসেন, শফিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, মঙ্গলবার উপজেলার ১৫টি ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ও পৌরসভার সংরক্ষিত কাউন্সিলরদের সাথে নৌকার বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে বুধবার(১৯ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ মধ্যবাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে যুবলীগের উদ্যোগে নৌকার বিজয়ের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: আতাউর রহমান সোহাগ
১৯ ডিসেম্বর,২০১৮

Share