চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে দলীয় মনোনয়ন না দেয়ায় বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা। তবে এ কর্মসূচি বেশিক্ষণ স্থায়ী ছিল না।
এ আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার(০৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
একই সময় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে কিছুক্ষণের জন্য চাঁদপুর- রায়পুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে নেতা-কর্মীরা।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর বাজার মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে সাংবাদিক শফিকুর রহমানের সমর্থকরা তাদের বাধা দেয়। পরে থানা পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণে আনে।
বার্তা কক্ষ
০৮ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur