ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে আ.লীগ প্রার্থীর মনোনয়ন দাবিতে সড়ক অবরোধ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আ’লীগ প্রার্থী ড. মোহাম্মদ শামছুল ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভসহ সড়ক অবরোধ করেছে উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (০৮ ডিসেম্বর)  দুপুরে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ সমাবেশ করে।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, গৃদকালিন্দিয়া বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তারসহ বিভিন্ন স্থানে রাস্তায় শুয়ে পড়ে ,গাছের গুড়ি ফেলে, ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

প্রায় দুই ঘন্টা ব্যাপি সড়ক অবরোধকালে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে জনভোগান্তির সৃষ্টির হয়।

বিক্ষোভ সমাবেশে মনোনয়নের ফিরিয়ে দেয়ার দাবী জানিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি তাকে মনোনয়ন না দিলে আসনটি হাতছাড়া হতে পারে।

উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বর্তমান এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে প্রথমে মনোনয়ন দিলেও ঋণ খেলাপিজনিত জটিলতায় সেই আসনে শুক্রবার জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানকে চুড়ান্ত মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

করেসপন্ডেট

০৮ ডিসেম্বর,২০১৮

Share