চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের হাতে বৈদেশিক মুদ্রাসহ (সৌদি রিয়াল) আটক ৩ ব্যাক্তিকে ৩বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন-মাদারীপুর জেলার রাজৈ থানার চরমোস্তাপুর এলাকার গোলাম আলী শেখের ছেলে মো. শাহাজাহান শেখ, একই থানার বদর জানা এলাকার মৃত কাদের খানের ছেলে রিপন আখন্দ ও উত্তর বোয়ালদী গ্রামের জায়েদ আলীর ছেলে মো. শাহাজাহান গাজী।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ৩১ আগস্ট মতলব দক্ষিণ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক অভিযান চালিয়ে আসামীদেরকে আটক করেন। তাদের কাছে সৌদির ৫০০ রিয়ালের ২৮টি নোট জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলা নং-৪।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান তদন্ত শেষে ২০০৬ সালের ১৫ নভেম্বর আদালতে আসামীদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্লা বলেন, মামলাটি দীর্ঘ বছর চলমান অবস্থায় সাক্ষ্য প্রমান ও মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক এই রায় দেন। আসামীরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের অনপুস্থিতিতে এই রায় প্রদান করা হয়।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১ অক্টোবর ২০১৯