চাঁদপুর শহরের ফ্ল্যাট বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (৯ জুন) সন্ধ্যায় শহরের আলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চোরের দল ওই বাসা থেকে এলইডি টিভিসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে রিক্সা ভ্যানযোগে নিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি পেয়ে লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আলহাজ্ব সিদ্দিকুর রহমানের মালিকানাধীন সোহাগ মঞ্জিলের নিচ তলার ভাড়াটিয়া আল-আমিন একাডেমি স্কুলের সহকারি শিক্ষক মোঃ শাহআলম তার পরিবার পরিজন নিয়ে ঈদ উদ্যাপনের লক্ষে গ্রামের বাড়ি চলে যান।
রোববার সন্ধ্যায় তিনি বাসায় ফিরে দেখতে পান তার ঘরের দরজা তালা ভাঙ্গা। ঘরের ভিতরে প্রবেশ করে তিনি দেখেন, চোরের দল আলমিরা ভেঙ্গে স্বর্ণালংকার, দামি কাপড় চোপড় চালু অবস্থায় মাছ, মাংস, কাচা তরকারিসহ ফ্রিজ ও দেয়ালে থাকা এলইডি টিভি চুরি করে নিয়ে যায়।
স্থানীয় কয়েকজ প্রত্যক্ষদর্শী জানান রাত অনুমান সাড়ে ৮টার দিকে একটি ভ্যান যোগে এসব মালামাল নিয়ে যাওয়া হয়। তারা ভেবেছেন ভাড়াটিয়ারা বাসা পরিবর্তন করছে। তাই তাদেরকে কিছু বলেনি। জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সুফী খায়রুল ইসলাম খোকন জানান, রাত ৯টায় চুরির বিষয়টি তাকে জানানো হয়।
তাৎক্ষনিক চাঁদপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে তাৎক্ষনিক শহরে কর্তব্যরত উপ-পরিদর্শক আব্দুল মান্নান দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। চুরি হওয়া ঘরটি তারা পরিদর্শন করেন।
ক্ষতিগ্রস্থ শিক্ষক জানান, তারা ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ঈদ উদ্যাপনের জন্য গিয়েছিলেন। ঘটনার দিন তিনি একাই গ্রাম থেকে শহরের ভাড়া বাসায় ফিরে আসেন। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান, দরজার ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, তার সকল আসবাবপত্র অগোচালো অবস্থায় পড়ে রয়েছে। ঘরে চালু অবস্থায় ফ্রিজ ও দেয়ালে সাটানো এলইডি টিভিটি পর্যন্ত চোরের দল নিয়ে যায়।
এ চুরির ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল চোরের দল নিয়ে গেছে। আরো জানা যায়, সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এ চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। আর এ সময় এ সড়কটি অন্ধকারাচ্ছন্ন ছিল।
প্রতিবেদক- আশিক বিন রহিম
১০ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur