Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরের মা’ ইলিশ নিধনকালে ৫ জেলে আটক : ব্যবসায়ীর কারাদণ্ড
fisherman-arrest

হাইমচরের মা’ ইলিশ নিধনকালে ৫ জেলে আটক : ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে অভিযান চলাকালী মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা’ ইলিশ নিধনকালে ৫ জেলে আটক করা হয়েছে ও পৃথ অভিযানে আটক এক মাছ ব্যবসায়ীকে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা ভ্রাম্যমান আদলত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফেরদৌসী বেগম আটককৃতদের ১বছর করে সাজা প্রদান করেন। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করে দেয়া হয়।

শুক্রবার দিবাগত রাত ১ টায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা ট্রান্স ফোর্স কমিটি অভিযান পরিচালনা করে নীলকমল ইউনিয়নের ঈশানবালা মেঘনা নদীতে ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করেন।

আটককৃত জেলেরা হলেন, নীলকমল ইউনিয়নের মাঝির বাজারের ছানাউল্লা ঢালীর ছেলে মজিব রাড়ী (৪৫), চাঁদপুর সদর রামদাসদী গ্রামের বাদশা খানের ছেলে আক্কাছ খান (৪২), বহরিয়া এলাকার সুজা খার ছেলে সুমন খা (৩৫), নাজিম উদ্দিন বেপারীর ছেলে মো, আরিফ (২০), জাহাঙ্গীর হাজির ছেলে রিপন গাজি (১৮)।

এদিকে অভয়াশ্রম চলাকালিন সময়ে ইলিশ ক্রয়ের অভিযোগে সাইফুল নামে এক মাছ ব্যবসায়ীকে আটক করে হাইমচর থানা পুলিশ। আটককৃত মাছ ব্যবসায়ীর কাছে প্রায় ৫শত কেজি ইলিশ পাওয়া গেছে।

শনিবার ভোর ৬টায় চর এলার্টম্যান থেকে মা’ ইলিশ ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে চরভৈরবী ইউনিয়নের আমতলা এলাকায় আসলে স্থানীয় জেলে প্রতিনিধি মানিক দেওয়ান সহ এলাকাবাসী আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়।

পুলিশ সাইফুল কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মাছ ব্যবসায়ী সাইফুল চরভৈরবী ইউনিয়নের উত্তর পাড়া বগুলা গ্রামের নাসির মাঝির ছেলে । পরে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে তাকে হাইমচর থানা পুলিশের মাধ্যমে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত সাইফুলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ বছরের সাজাপ্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম। আটককৃত মাছ স্থানীয় কয়েকটি এতিমখানা ও মাদসারায় বিতরণ করা হয়।

প্রতিবেদক : বিএম ইসমাইল, ১২ অক্টোবর ২০১৯