Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে পূর্ব শত্রুতার জেরে মৎস্য খামারে বিষ প্রয়োগ
fish-killing

মতলবে পূর্ব শত্রুতার জেরে মৎস্য খামারে বিষ প্রয়োগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বিশিষ্ঠ ব্যবসায়ী আঃ মোতালেব রাঢীর মৎস্য খামারে পূর্বশত্রুতার জেরে চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে দেশীয় সবড় রুই,কাতলা, কার্প, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ লাখ টাকার মাছ ফেলা হয়েছে।

বুধবার রাতে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি প্রতি দিনের মতো তার পুকুরে মাছের খাদ্য দিতে গেলে তার চাষকৃত পুকুরের মাছ মরা অবস্থায় পানিতে ভাসমান দেখতে পান। সাথে সাথে পুকুরের পানি পরিক্ষা করে বিষের গন্ধ পান।

এ বিষয়টি তিনি পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, পৌর যুবলীগের সহ-সভাপতি আমিনুল হক বেপারী, স্থানয়ী কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান এবং সাবেক কাউন্সিলর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকারকে বিষয়টি অবহিত করেন।

এরপর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে নেতৃবৃন্দ এ ধরনের নেক্কার জনক অমানবিক ও অবিবেকচিত, কান্ডজ্ঞানহীন ঘৃনিত কাজ দেখে তারা ক্ষতিগ্রস্ত মাছের চাষ করা মোতালেব রাঢীর কাছে দুঃ প্রকাশ করেছেন এবং এ ঘটনাটি কে ঘটিয়েছে তা তদন্ত করে এর সুষ্ঠ বিচার করার আশ্বাস প্রদান করেন।

এদিকে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারী আঃ মোতালেব রাঢ়ী জানান, আমি ছেংগারচর পৌরসভার কেশাইরকান্দি গ্রামের আবুল কাশেম সরকারের পুকুরটি মাছের চাষ করার জন্য ৫ বছরের জন্য লিজ নেই। লিজ নিয়ে এই পুকুরটির সাথে থাকা জমির মালিক কেশাইরকান্দি গ্রামের শামসুল হক বেপারীর সাথে কয়েকবার মাছ চাষ নিয়ে ঝগরা বিবাদ হয়েছে। এর আগেও একবার সে এই পুকুরে বিষ প্রয়োগ করেছিলো। আমি এখানে মাছের চাষ করে যাতে কোনো লাভের মুখ দেখতে না পাই এবং আমাকে সর্বশান্ত করার অসৎ’ উদ্দেশ্যেই তিনি এ কাজ করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, মতলব উত্তর
১৪ মার্চ, ২০১৯