চাঁদপুরে ৩ দিনব্যাপি মৎস্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়াম ভিআইপি প্যাভিলিয়নের সামেন ৩ দিনব্যাপি এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর নৌ থানার ওসি আবু তাহের খান, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, মতলব দক্ষিন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার, মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা শাখওয়াত হোসেন, হাজীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদ মোস্তফা, হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের এই মেলায় ১৩ টি স্টল রয়েছে। এ মৎস্য মেলা আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
১৯ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur