চাঁদপুর

চাঁদপুর সরকারি হাসপাতালে আগুনের গুজব : হুড়োহুড়িতে আহত ২৫

আড়াই, শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শুক্রবার (৪ অক্টোবর) রাতে আগুন লাগার গুজব সৃষ্টি হয়েছে। এসময় হাসপাতালের সবকটি বিভাগে রোগী ও কর্মরত নার্সরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে।

এসময় ফ্লোরে বিছানা করে থাকা কিছু রোগীও পায়ের তলার পিষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

জানাযায় ৪ অক্টোবর শুক্রবার রাত ১০ টায় হাসপাতালের ৪র্থ তলায় হঠাৎ রোগীরা আগুন লাগছে বলে চিৎকার এবং দৌড়ে নিচে নামতে দেখা যায়। তাদের চিৎকার শুনে আগুন লাগার আতংকে হাসপাতালের ৩য় তলার শিশু ওয়ার্ড এবং পুরুষ ওয়ার্ডের প্রত্যেকটি রোগী এবং রোগীর লোকজনদেরকে আগুন লাগছে আগুন লাগছে বলে চিৎকার করে হাসপাতালের নিচে নেমে যায়।

এ সময় হাসপাতাল এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।আর প্রত্যেকটি রোগী এবং রোগীর সাথে থাকা লোকজন আগুন আতংকে ভয়ে দৌড়ে অস্থিরতায় প্রায় ১০/১৫ জন অসুস্থ হয়ে পড়েন। একই সাথে রোগীদের চাপে পড়ে কয়েকজন নার্সও আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এবং চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের চতুর্থ তলায় অগ্নিকান্ডের কোন ঘটনাই ঘটেনি।

হাসপাতালের দায়িত্বরত নার্সরা জানায় ৪র্থ তলায় ভর্তিকৃত একজন রোগীকে দেওয়া অক্সিজেন সিলিন্ডার কারো শরীরের ধাক্কা লেগে মেঝেতে পড়ে গিয়ে অক্সিজেনের মিটারটি ভেঙ্গে যায়। অক্সিজেন সিলিন্ডারটি মাটিতে পড়ার শব্দে সবাই আগুন লাগছে ভেবে চিৎকার করতে, করতে কয়েকজন নিচে নেমে পড়ে।

আগুন লাগার এই আতঙ্ক মুহূর্তের মধ্যে হাসপাতালে ছড়িয়ে পড়লে সবকটি বিভাগে রোগীরা প্রাণ বাঁচাতে দৌড়া দৌড়ি শুরু করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ আনোয়ারুল আজিম জানান হাসপাতালে অগ্নিকাণ্ডের কোন ঘটনাই ঘটেনি। হাসপাতালে একটি অক্সিজেন সিলিন্ডারধাক্কা লেগে মেঝেতে পড়ে গেলে, সেটির শব্দ শুনে রোগী এবং রোগীর সাথা থাকা লোকজন আগুন আতঙ্ক ছড়িয়ে হাসপাতাল থেকে দৌড়ে নিচে নামতে শুরু করেন। তবে আগুন লাগার বিষয়টি না জেনেই এভাবে আতঙ্ক ছড়ানো তা খুবই দুঃখজনক।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ৪ অক্টোবর ২০১৯

Share