নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী রেল স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশে আগুন লেগে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। সোমবার রাত দেড়টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার হুমায়ুন কার্নায়েল জানান, রাত দেড়টার সময় চৌমুহনী রেল স্টেশনের পূর্ব-দক্ষিণ পাশের মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও ফেনী থেকে মোট ৭টি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে।
সবগুলো ইউনিট প্রায় দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
তিনি আরও জানান, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ হলো ক্রোকারিজ, প্লাস্টিকের সামগ্রী অ্যালুমিনিয়াম, ঔষধ সামগ্রীসহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিমাপ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
প্রসঙ্গত, গত মাসে একই মার্কেটের পূর্ব-উত্তর পাশে ভয়াবহ আগুনে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এক মাস না যেতেই আবার একই ঘটনা ঘটল।
বার্তা কক্ষ, ২৯ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur