চাঁদপুরের কচুয়ার নলুয়া পশ্চিম বাজারে রোববার (৩১ মার্চ) মধ্যরাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ফার্নিচার গোডাউন, রাইস মেইল ও লেপতোষক দোকান পুড়ে মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিসান আহমেদ পাটওয়ারী জানান, রোববার সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাদল ছিল। মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কচুয়া ফায়ার স্টেশন কর্মীরা এবং এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে ওই ৩টি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় এবং এতে প্রায় ৫০ লক্ষ টাকার নগদ অর্থ ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
১ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur