চাঁদপুরের হাজীগঞ্জে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় আটটি বসতঘর পুড়ে ছাই হয়েছে শুক্রবার (১০ মে) রাত ৯ টায় উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই হাওলাদার বাড়ির পাঁচ পরিবারের ফারুকের দুটি ঘর, খোরশেদ এর দুটি ঘর ও সাখাওয়াত হোসেনের দুটি ঘর, এবং হারেছ ও নুরুল আলমের একটি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জুয়েল রানা তালুকদার বলেন, সাখাওয়াতের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তরা সবাই হতদরিদ্র। এই ক্ষতি পুষিয়ে উঠতে পরিবারগুলোর জন্যে অনেক কঠিন হবে।
হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি চাঁদপুর টাইমসকে নিশ্চিত করেন।
স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur