Home / সারাদেশ / পৃথক ঘটনায় একরাতে ঢাকার দু’স্থানে ভয়াবহ আগুন
fire-in-home
ফাইল ছবি

পৃথক ঘটনায় একরাতে ঢাকার দু’স্থানে ভয়াবহ আগুন

ঢাকার কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় পল্লী বিদ্যুতের নবনির্মিত একটি গ্রিডস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. নাইমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মালঞ্চ এলাকায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই পল্লী বিদ্যুতের একটি গ্রিডস্টেশন নির্মিত হয়।

এই স্টেশনটি উদ্বোধনের আগেই হঠাৎ সেখানে আগুন লাগে। আগুনের খবর পাওয়ার পরেই আমাদের তিনটি ইউনিট সেখানে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বাত্বকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে পৃথক ঘটনায় রাজধানীর মিরপুরের ভাসানটেক এলাকায় জাহাঙ্গীর বস্তিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া জানান, রাত দেড়টার দিকে মিরপুরের ভাসানটেক সিআরপির হাসপাতালে পেছনে জাহঙ্গীর বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আরও তিন ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি

বার্তা কক্ষ
২৮ ফেব্রুয়ারি, ২০১৯