শীর্ষ সংবাদ

চাঁদপুরে বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে ফ্ল্যাট বাসায় আগুন

সন্ধ্যায় হঠাৎ ঝড় ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ে মানুষজন যখন বিভিন্ন স্থানে আটকা তখনি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের পেছেনে চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের রাইজার থেকে অগ্নিকা-ের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওই এলাকার আলমগীর মাঝির বিল্ডিংয়ে ঝড়ের মধ্যে হঠাৎ বজ্রপাতে গ্যাসের রাইজারে আগুন ধরে যায় বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে মজিবুর রহমান নামে এক ফায়ারম্যান আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিস দ্রুত সেখানে পৌঁছতে পারায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাসায় কিছু বৈদ্যুতিক সংযোগ ও সুইচ পুড়ে কালো হয়ে যেতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন চাঁদপুর টাইমসকে জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বঙ্গবন্ধু সড়কের দার্জিঘাট এলাকার ভূঁইয়া বাড়ির পেছনে গ্যাসের রাইজার থেকে বসতঘরে আগুন লাগার পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকা-ের খবর নিশ্চিত করে চাঁদপুর ফায়ার স্টেশন উত্তরের (নতুন বাজার) ফায়ারম্যান দেলোয়ার টেলিফোনে চাঁদপুর টাইমসকে জানিয়েছেন, ‘ ৭ টা ৪১ মিনিটে তাঁদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে বের হয়। সরকার বাড়ির পেছনে গ্যাসের রাইজার থেকে তৈরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে চাঁদপুর ফায়ার স্টেশন উত্তর (নতুন বাজার) অফিসার শফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকেে জানান, ‘গ্যাসের রাইজার লিক থাকায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। আমরা দ্রুত আসতে পারায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন বালি ও পাটের বস্তা দিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হই।

তিনি আরো জানান, ‘একই সময়ে পাশের আরেকটি বিল্ডিংয়ে গ্যাসের রাইজারে আগুন লেগে যায়, পরে সেটিও আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসেছি। কিন্তু ওই ভবনটিতে যাওয়ার সময় রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ফায়ার সার্ভিসের গাড়ি তাৎক্ষণিক ভেতরে যেতে পারেনি। এসময় আমাদের এক ফায়ারম্যান রাস্তার পাশের গর্তে পড়ে আহত হন।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
২ এপ্রিল, ২০১৯

Share