চাঁদপুর

চাঁদপুর বাবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চাঁদপুর পৌরসভার অধীনে বাবুরহাট বাজারে শনিবার (৯ মার্চ) দুপুর ২.৩০ এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। বাজারের অগ্রণী ব্যাংক শাখার দক্ষিণ পাশে ও বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পেছনে একটি গলিতে প্রথমে আগুন লাগে ।

এতে ৮ টি দোকান সম্পূর্ণ ও ১টি দোকান বা গোডাউন আংশিক পুড়ে যায়। অগ্রণী ব্যাংক বাবুরহাট শাখার ভবনের পেছনে আগুনের লেলিহানে জানালার কাঁচসহ এসিটি বিনষ্ট হয়।

বাজারের ব্যবসায়ীদের একজন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে চাঁদপুর উত্তরের দু’টি এবং চাঁদপুর দক্ষিণের দু’টি মোট ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর উত্তরের উপ-পরিচালক মো.ফরিদ আহমেদ চাঁদপুর টাইমসকে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে তারা ছুটে আসেন এবং ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আহত বা নিহত হওয়ার মত ঘটনা ঘটে নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ব্যতীত আপাতত: বলা যাচ্ছে না ’

আগুনের সুত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক ভাবে তিনি বলেন,‘সারাদিন বিদ্যুৎ না থাকার কারণে সকাল থেকে ঘটনাস্থলে একটি জেনারেটর চলছিল এবং পাশে একটি ফোনের টাওয়ার থাকায় সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে মন্তব্য করেন। অগ্নিকান্ডে ৮টিদোকান ঘর বা মালামালের কথিত গোডাউন সম্পূর্ণ ও ১টি আংশিক পুড়ে যায়।’

অগ্রণী ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘আগুনের ঘটনা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে ফোন করা মাত্রই তারা ছুটে আসেন। আগুনের লেলিহানে ব্যাংক ভবনের জানালার দু’টি কাঁচ সহ এসিটি নষ্ট হয়।’

আগুনের লেলিহানের ভয়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় নিরাপত্তাজনিত কারণে কর্র্তৃপক্ষ ছুটি ঘোষণা করেন বলে জানা যায়।

সংবাদ পেয়ে চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ ও চাঁদপুর মডেল থানার পুলিশ বাবুরহাট বাজারের ঘটনাস্থলে এসে বাজার কমিটির সদস্য ও দোকান মালিকদের সাথে কথা বলেন।

ভিডিও…

 

প্রতিবেদক : আবদুল গনি
৯ মার্চ, ২০১৯

Share