চাঁদপুর

চাঁদপুরে বেদে সম্প্রদায় ও অনগ্রসর জনগোষ্ঠীকে ৫০ দিনব্যাপি প্রশিক্ষণ

চাঁদপুর জেলায় সমাজসেবা অধিদফতরাধীন বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ জনকে ৫০ দিনব্যাপি সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কোসের সমাপনী ৯ মে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান বলেন,‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের আর্ত সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করছে। শেখ হাসিনার সরকার জন বান্ধব সরকার। এই সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণসহ স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে ও পৌর সমাজকর্মী কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,সহকারী পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সূচনা , চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর,স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ ও পুনর্বাসন ভাতা বাবদ ২৫ হাজার টাকা করে সর্বমোট ১২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিবেদক- আনোয়ারুল হক
৯ মে ২০১৯

Share