সারাদেশে মহিলা মাদরাসা ১,১১৬টি : শিক্ষামন্ত্রী

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে সারাদেশে ১ হাজার ১১৬ টি মহিলা মাদরাসা রয়েছে। এর মধ্যে ৯৫৫টি দাখিল মাদরাসা, আলিম ১২৬টি, ফাজিল ২৬টি এবং কামিল মাদরাসা ৯টি।

মঙ্গলবার (২৫ জুন ) সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের এমপি বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষা অধিদফতরের অধীনে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম চলমান। আরও ৪টি বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ চলছে। এ ছাড়া ৮টি মহিলা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প প্রস্তাব প্রণয়ন কার্যক্রম নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সাধারণ শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমের সঙ্গে কারিগরি শিক্ষাব্যবস্থার পাঠ্যক্রমের বেশকিছু বইয়ের সংগতি রয়েছে। কারিগরি শিক্ষা ক্ষেত্রে নারীবান্ধব টেকনোলজি, যেমন- আর্কিটেকচার অ্যান্ড ইনটেরিয়ার ডিজাইন, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন, কম্পিউটার টেকনোলজি, ট্যুরিজম অ্যান্ড হসপিটাল, হাউজ কিপিং, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন টেকনোলজি চালু করা হয়েছে।’

বার্তা কক্ষ
২৫ জুন ২০১৯

Share