ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে শিক্ষকের ফেসবুক পোস্টে ইসলাম বিকৃতি : জনতার বিক্ষোভ

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কান্তি সরকার তার ফেইসবুকে ১ সেপ্টেম্বর রোববার ইসলাম ধর্মের ইতিহাস ও হযরত আদম ও হাওয়া (আঃ) কে নিয়ে বিকৃত তথ্য প্রদান করায় উত্তপ্ত ও ক্ষুব্দ হয়ে পড়েছে স্থানীয় মুসলিম জনতা।

এই ঘটনাকে কেন্দ্র করে ল সোমবার ক্ষুব্দ মুসল্লিরা তার বিদ্যালয় ঘেরাও করে বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিয়ে মুসলিম জনতাকে শান্ত করে।

ঘটনাসূত্রে জানা গেছে, সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কান্তি সরকার তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে রোববার রাতে মুসলমানদের ইসলাম ধর্মের প্রকৃত ইতিহাস বিকৃতি এবং হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ) তারা পৃথিবীর প্রথম মানব নয় মন্তব্য করে ইসলাম সম্পর্কে বিকৃত তথ্য উপস্থাপন করে।

তার এমন পোস্টে ২ সেপ্টেম্বর সোমবার ফরিদগঞ্জ উপজেলা মুসলিম জনতা ক্ষুব্দ হয়ে ওঠে। সকালে বিপ্লব কান্তি সরকার তার স্কুলে উপস্থিত হলে স্থানীয় জনতা স্কুল ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিক্ষোভ করতে থাকে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ এই ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস প্রদান করে পরিস্থিতি শান্ত করেন।

এই ঘটনা বিপ্লব কান্তি বলেন, তার ফেইসবুক কে বা কারা হ্যাক করে এই ষ্ট্যাটাস প্রদান করে। হ্যাক করার বিষয়ে সে থানায় জিডি করেছে।

ক্ষুব্দ জনতা জানান, সে অপরাধ করেছে এমন টের পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিষয়টি জানিয়েছেন এবং থানায় জিডি করেছে। সে ইসলাম ধর্মকে অবমাননা করাসহ আদম ও হাওয়া (আঃ) কে নিয়ে বিকৃতি তথ্য প্রকাশ করায় তাকে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান জানান, ঘটনাটি দুঃখজনক। আমরা তাৎক্ষনিক সেখানে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ও মসজিদের ইমামসহ নেতৃবৃন্দদের নিয়ে বসে পরিস্থিতি শান্ত করি। তদন্ত করে অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন জানান, এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন আমাদেরকে জানালে উপজেলা চেয়াম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। বিপ্লব কান্তির ফেইসবুক হ্যাক হয়েছে কি না তা তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
থানা অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, বিপ্লব কান্তি তার ফেইসবুক হ্যাক হয়েছে বলে থানায় জিডি করেছেন। ঘটনা তদন্ত করে অবশ্যই দোষী ব্যক্তি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে ঘটনাস্থলের জনগনও বিপ্লব কান্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন জানান, সকালে বিপ্লব কান্তি সরকার বিদ্যালয়ে উপস্থিত হলে স্থানীয় জনতা তাকে ঘিরে বিদ্যালয়ে ঘেরাও করে ফেলে এবং তার বিচার দাবী করে বিক্ষোভ মিছিল করতে থাকে। বিষয়টি টের পেয়ে সে আমাকে জানায় তার ফেইসবুক হ্যাক হয়েছে এবং কে বা কার এই ষ্ট্যাটেটাসটি দেয়। পরে উপজেলা ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালে তারা এসে তাকে উদ্ধার করে।

বার্তা কক্ষ, ৩ সেপ্টেম্বর ২০১৯

Share