ফরিদগঞ্জ

দুর্নীতির মাধ্যমে ধন-সম্পদের মালিক হওয়ার ইচ্ছে আমার নেই: এমপি শফিকুর রহমান

চাঁদপুর-৪ ফরিদগঞ্জের নব-নির্বাচিত সাংসদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি শফিকুর রহমান বলেছেন,‘আমি কাজে বিশ্বাসী। আমি কোন রুপকার হতে চাই না। কোন দুর্নীতির মাধ্যমে নিজের ধন-সম্পদের মালিক হওয়ার ইচ্ছে আমার নেই। বাবার যতটুকু আছে তা দিয়ে আমার বাকী জীবন চলে যাবে। এ সমাবেশ মূলত একটি বিজয় সমাবেশ। নির্বাচনের আগে মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছিলাম। আপনারা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্যে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।’

নব-নির্বাচিত সাংসদ বলেন,‘এখন মানুষ আর আগের মত না খেয়ে থাকতে হয় না। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে এখন থেকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সকলকে কাজ করতে হবে। ফরিদগঞ্জে সরকারিভাবে যত বরাদ্ধ আসবে তা জনসভা ডেকে সকলের সামনে ও মতামতের ভিত্তিতে সুষম বন্টন করা হবে। আমি পৃথিবীতে যেভাবে এসেছি সেভাবেই যাবো।’

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে (ওয়াপদা মাঠে) এ সামবেশের আয়োজন
তিনি এসব কথা বলেন।

এসময় নবনির্বাচিত এমপিকে জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে দুপুর থেকেই উৎসাহ উদ্দীপনার সাথে আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার হাতে, স্লোগানের সাথে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মাহফুজুল হকের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোতাহার হোসেন রতনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কন্ট্রাকটার, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি বাবুল পাাটওয়ারী, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিনের কমিশনার আব্দুর রহমান ।

যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মো. মহিউদ্দিন খোকা, জেলা পরিষদের (সংরক্ষিত মহিলা) সদস্য জোবেদা মজুমমদার খুশি, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, ডাক্তার বদরুন্নাহার, রফিক তালুকদার, আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান উপ-কমিটির সদস্য খাজে আহম্মদ মজুমদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাকমরুল হাসান সউদ।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার সহিদ উল্লাহ তপদার, ইউপি চেয়ারম্যান মাও. শরাফাত উল্ল্যাহ, আব্দুল গনি পাটওয়ারী বাবুল, আবুল কালাম ভূইয়া, শওকত আলী বিএসসি, সোহেল চৌধুরী, হাসান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান খাজে আহম্মদ ভূইয়া, ইউনিয়ন আ’লীগের নেতা জসিম উদ্দিন মিন্টু, সাংবাদিক জসিম উদ্দিন মিঝি, যুবলীগ নেতা হেলাল উদ্দিন প্রমুখ।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
২১ জানুয়ারি,২০১৯

Share