ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ : ভোটযুদ্ধে ১৬ প্রার্থী

নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ। রোববার(২৪ মার্চ) অনুষ্ঠান হবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মাঠে থাকবে।

ফরিদগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩ লাখ ৯ হাজার ৮ শ’ ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের জন্য ১১৮টি ভোট কেন্দ্রে ৭৪৫টি কক্ষ স্থাপন করা হয়েছে। পুরুষ ভোটার ১৫৭৮৫৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৫১৯৮৪ জন।

এদিকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড.জাহিদুল ইসলাম রোমান (নৌকা) ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। নৌকার সমর্থনে আয়োজিত প্রতিটি জনসভা ও গণসংযোগে ব্যাপক নেতা-কর্মী সম্পৃক্ত ছিলেন।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. তোফায়েল আহম্মেদ ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন। তিনি দু’একটি গণসংযোগ করলেও, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল গণিকে (আম) গণসংযোগ করতে একেবারেই দেখা যায়নি।

ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা (টিয়া পাখি), আওয়ামী লীগের নেতা ও সাংবাদিক এনামূল হক খোকন পাটওয়ারী (টিউবওয়েল), ছাত্রলীগের সাবেক নেতা জিএস তছলিম (বই), কামরুজ্জামান সবুজ (তালা), মো. পাবেল পাটওয়ারী (উড়োজাহাজ), মো. আবু সুফিয়ান শাহীন (চশমা), জাকির হোসেন বাবু (মাইক) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রীনা নাছরিন (হাঁস), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা স্মৃতি(কলস), ছাত্রলীগের সাবেক নেতা সেলিনা আক্তার শেলী (প্রজাপতি), মাজুদা বেগম (ক্যামেরা), রেহানা বেগম (ফুটবল), হালিমা বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ক্যাপশন

ফরিদগঞ্জ: উপজেলা চেয়ারম্যান প্রার্থী (নৌকা) অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, তোফায়েল আহাম্মেদ ভূইয়া (আনারস), ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ওয়াহিদুর রহমান রানা(টিয়া পাখি), এনামূল হক খোকন পাটওয়ারী (টিউবওয়েল), জি এস তছলিম (বই), কামরুজ্জামান সবুজ (তালা), আবু সুফিয়ান (চশমা), মো. পাবেল হোসেন পাটওয়ারী ( উড়োজাহাজ), জাকির খান বাবু (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা আক্তার শেলীর পক্ষে (প্রজাপতি), রীনা নাসরিন (হাঁস), রেবেকা সুলতানা স্মৃতি (কলস), হালিমা বেগম (পদ্ম ফুল) রেহানা বেগম (ফুটবল)।

প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
২২ মার্চ,২০১৯

Share