ফরিদগঞ্জ

সড়ক দুর্ঘটনার কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি ফরিদগঞ্জের জসিম খান

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করেন উপজেলা সহকারী আনসার ভিডিপি কোম্পানী কমান্ডার আ.ফ.ম নূর মোহাম্মদ জসিম খান।

২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে চাঁদপুর শহরের মিশন রোড থেকে ফরিদগঞ্জে যাওয়ার জন্যে সিএনজিস্কুটারে উঠার সময় অটোর আঘাতে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

এ সময় স্থানীয় লোকজন আহত নূর মোহাম্মদ জসিম খান চেয়ারম্যান পদে প্রার্থী প্রস্তাবকারী আবুল কাশেমকে ফোন করে দুর্ঘটনার কথা বলেন। আবুল কাশেম এসে নূর মোহাম্মদ জসিম খানকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যান।

নূর মোহাম্মদ চিকিৎসা নিয়ে অ্যাম্বুলেন্সযোগে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যে যান। দুর্ঘটনার কথা বলার পরও বিকেল ৫টার পর হওয়ায় তার মনোনয়নপত্র জমা নেয়া হয়নি।

সেখান থেকে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসকের সাথে কথা বলেও কোনো লাভ হয়নি। কিন্তু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

এ ব্যাপারে নূর মোহাম্মদ জসিম খান বলেন, ‘উপজেলা সহকারী আনসার ভিডিপির কমান্ডার হিসেবে ২০০৫ সাল থেকে দায়িত্ব পালন করে আসছি। উপজেলার প্রত্যেক গ্রামের প্রতি বাড়িতে আমার আনসার ভিডিপির সদস্য রয়েছে। আমি ১ লাখ থেকে সোয়া লাখ ভোটে নির্বাচিত হতাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সর্বোচ্চ প্রেসিডেন্ট পদক আমাকে পরিয়ে দেন। ২০১৮ সালেও জাতীয় পদকপ্রাপ্ত হই। তিনি আনসার ভিডিপি ক্লাব সমিতির চাঁদপুর জেলা সভাপতি।’

স্টাফ করেসপন্ডেট
৩ মার্চ,২০১৯

Share