ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে নৌকা বই ও ক্যামেরার নিরঙ্কুশ বিজয়

ফরিদগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ অন্য দুই ভাইস চেয়ারম্যান বিপুল ভোটে জয়ী হয়েছেন।

রোববার (২৪ মার্চ) রাতে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নি কর্মকর্তা হিসেবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ।

চেয়ারম্যান পদে অ্যাড. জাহিদুল ইসলাম রোমান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফায়েল আহাম্মেদ (আনারস) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১শ’ ৫৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত জিএস তছলিম বই প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ২শ’ ৫০ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান পেয়েছেন ওয়াহিদুর রহমান টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ২শ’ ৮৯।
অপর প্রতিদ্বন্দ্বী পাবেল পাটওয়ারী উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৮শ’ ৪০।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাজুদা বেগম ক্যামেরা প্রতীকে ৫৬ হাজার ৭শ’ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা আক্তার শেলি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৩শ’ ৭৪ ভোট।

রেহানা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৫৪ ভোট, রেবেকা সুলতানা কলস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫শ’ ৩২ ভোট।

স্টাফ করেসপন্ডেন্ট, ফরিদগঞ্জ
২৪ মার্চ, ২০১৯

Share