দ্ইু সন্তানের জননী মায়া বেগম থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ফরিদগঞ্জ ডায়বেটিস এন্ড জেনারেল হাসপাতালে। এক পর্যায়ে বাঁচাতে বি পজেটিভ রক্তের সন্ধানে ফেসবুকে পোস্ট দেয়া হয়।
ফেসবুক পোস্ট দেখতে পেয়ে ফরিদগঞ্জের ইউএনও আলী আফরোজ তার শরীরের রক্তের গ্রুপ বি পজেটিভ নিয়ে মুমূর্ষু ওই রোগীকে নিজের রক্ত দিতে সংশ্লিষ্ট হাসপাতালে হাজির হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে উপজেলার নয়ারহাট এলাকার দুই সন্তানের জননী মায়া বেগম থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তার চিকিৎসায় বি পজেটিভ রক্তের প্রয়োজন হয়। পরে রক্ত চেয়ে ফরিদগঞ্জের অনির্বান সামাজিক সংগঠনের আহবায়ক নুরুল করিম ফরিদের তার ফেসবুকে পোস্ট দেন। এটি ইউএনও আলী আফরোজের নজরে আসে।
পরে তিনি শুক্রবার (১০ মে) দিনভর রোজা রেখে ইফতার শেষে দ্রুত হাসপাতালে এসে ওই রোগীকে রক্ত দেন।
ওই নারীর পরিবারের সদস্যরা জানায় রমজান মাসে সারাদিনের রোজা শেষে ইফতার তারপর কিছুটা ক্লান্তিভাব চলে আসে। এসময় আর কাউকে রক্ত দেয়ার মানসিকতা সাধারণত অনেকেরই থাকে না। তারপরেও ইউএনও এসে রক্ত দিয়েছেন।
বিষয়টি সোস্যাল মিডিয়ার মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয় এবং সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জাহাংগীর আলম শিপন, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. সাদেকুর রহমান, অনির্বাণের আহবায়ক নুরুল করিম ফরিদ প্রমুখ।
মানিক পাঠান ও শিমুল হাছান
১২ মে ২০১৯