ফরিদগঞ্জ

যানজট নিরসনে ফরিদগঞ্জে স্কাউট সদস্য নিয়োগ ও পুলিশের মহড়া

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর মেয়রের উদ্বেগে ফরিদগঞ্জ বাজার যানজট নিরসনে ২৫ স্কাউট সদস্য নিয়োগ করেছে ফরিদগঞ্জ পৌরসভা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদগঞ্জ বাজারে যানজট নিরুসনের লক্ষ্যে এদের নিয়োগ করা হ

এসময় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব ইস্কাউট সদস্যদের তিন স্তরে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন।

দুই শিফটে তাদের দায়িত্ব পালন করার নির্দেশ দেন। এরা দায়িত্ব পালন করবেন থানার মোড়ে, ওয়ান স্টারের সামনে ও তিন রাস্তার সম্মুখে এবং বাসস্ট্যান্ড এলাকা। এসময় ইস্কাউট সদস্যদের ২৫টি আকাশি রঙ্গের ক্যেপ প্রদান করেন অফিসার ইনচার্জ আবদুর রকিব।

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিগ্ন করার লক্ষে, অত্র সড়ক ও এলাকার বাজারে গুলোতে চুরি, ছিনতাই ও প্রতারক চক্র মুক্ত রাখতে ফরিদগঞ্জ থানা পুলিশের মটরসাইকেল মহড়া বের করে ।

এদিকে ফরিদগঞ্জ থানার সামনে থেকে মোটরসাইকেল মহড়াটি উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ বাজার প্রদক্ষিন করে । এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব নেতৃতে সকল পুলিশ সদস্য অংশ গ্রহণ করে।

মহড়ার পূর্বে ওসি আবদুর রকিব বলেন, আমরা সকলে সচেতেন থাকলে ফরিদগঞ্জে চুরি, ছিনতাই ও প্রতারকচক্র থেকে মুক্ত রাখতে পারবো ইনশাআল্লাহ । এই জন্য আজ থেকে শুরু হল আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এসময় ওসি আবদুর রকিব বলেন সন্দেহজনক কোন ব্যক্তিকে পেলে গ্রেপ্তার করবে এবং তল্লাশী করবে । ঈদের আগে এই ফরিদগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমারা চাই পবিত্র ঈদে ঘরমুখি মানুষ নির্বিঘ্নে তাদের আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে পারে।

প্রতিবেদক- শিমুল হাছান
২৯ মে ২০১৯

Share