সাহসিকতার সাথে দায়িত্ব পালনে জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ও থানা পুলিশের ২ অফিসার। পুরস্কার প্রাপ্তরা হলেন এস আই নুরুল ইসলাম, এ এস আই ইলিয়াছুর রহমান।
বুধবার (১৫ মে) দুপুর ১২টায় চাঁদপুর পুলিশ লাইন্স কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার তুলেদেন এসপি জিহাদুল কবির (বিপিএম-পিপিএম)।
এপ্রিল মাসে দক্ষতা, সততা ও সাহসিকতা, মাদক, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইন শৃংঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশকে নির্বাচিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন হাজিগঞ্জ (সার্কেল), শেখ রাছেল কচুয়া সার্কেল এবং জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জসহ প্রমুখ
করেসপন্ডেন্ট
১৫ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur