ফরিদগঞ্জ

আলোর মুখ দেখতে যাচ্ছে ফরিদগঞ্জ পৌর এলাকার ব্যবসায়ীরা

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার প্রধান সংকট হলো সড়কগুলো বেহাল দশা। বাজারকে কেন্দ্র করে আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ ও বাজার ব্যবসায়ীদের এটা ছিলো দীর্ঘদিনের ক্ষোভ।

ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি ছিলো, রাস্তার বেহাল দশাার কারণেই অনেকেই বাজারের ভেতের প্রবেশ করতে চাইতেন না। বর্ষা এলেই রাস্তাগুলো ছোটখাটো নালায় পরিণত হতো।

এসব রাস্তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘ফরিদগঞ্জ ওয়াপদা অফিস এর দক্ষিণ কর্ণার থেকে উপজেলা ভূমি অফিস পর্যন্ত ৮২৮ মিটার (২৭১৪ ফিট) রাস্তা ছিলো সম্পূর্ণ অচলাবস্থা। স্থানীয় বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখী লিংক রোডের অবস্থাও ছিলো করুন অবস্থা। যান ও জন চলাচল করতে না পারায় একান্ত বিপদে না পড়লে জনগণ বাজারমুখী হতে চাইতো না। ফলে ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়ে।

পাশাপাশি, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৯৫ মিটার (৩১১ ফিট) রাস্তারও ছিলো একই অবস্থা।
ফরিদগঞ্জ উপসহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী চাঁদপুর টাইমসকে জানিয়েছেন, চলতি বছরের ২০ জুলাই থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে এসব রাস্তার কাজ শুরু হয়েছে । আগামী ৪-৫ দিনের মধ্যে ওয়াপদার কর্ণার থেকে স্থানীয় শাহী রেস্টুরেন্ট পর্যন্ত এক অংশের কাজ সমাপ্ত করা যাবে।’ বলে।

এ অংশের দৈর্ঘ্য ৩৬০ মিটার (১১৮০ ফিট) ও প্রস্থ ১৮ ফিট। কয়েকদিন বিরতির পর, শাহী রেস্টুরেন্ট থেকে ভূমি অফিস অভিমুখে বাজারের অপর অংশের কাজ শুরু হবে। বর্তমানে একই সঙ্গে লিংক রোডের কাজও চলছে। এরপরবই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তার কাজ শুরু হয়ে কয়েক দিনের মধ্যে টানা শেষ করতে পারবেন বলে প্রকৌশলী চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

রাস্তার কাজ চলাকালে ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক অধিকাংশ সময়ই নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে দেখা গেছে।

বাজারের দুই অংশ, লিংক রোড ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সম্পূর্ণ রাস্তার প্রাক্করিত ব্যয় ১ কোটি ৯৫লাখ টাকা। এর ঠিকাদার হচ্ছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী।

প্রতিবেদক- শিমুল হাছান
৯ জুলাই ২০১৯

Share