Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যৌতুকের জন্যে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী আটক
Arrest
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে যৌতুকের জন্যে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগে ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামী নিহত উম্মে কুলছুমা আঁখির স্বামী আমানত শাহকে আটক করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার(৭ মে) রাতে হাজিগঞ্জ বাজার থেকে তাকে আটক করে ওইদিন রাতেই ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে মামলার তদন্তাকারী কর্মকর্তা এস আই কাজী মোঃ জাকারিয়া।

এর আগে শনিবার রাতে হত্যার ঘটনার পর রোববার রাতে নিহত গৃহবধূ ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে আঁখির স্বামী আমানত শাহকে প্রধান আসামী ও তার ভাই নুরে আলম,ভাবী শিউলী বেগম ও শাশুড়ী আসুয়া বেগমকে অভিযুক্ত করে মামলা দায়ের করে (যার নং -১০। তাং- ৫.৫.২০১৯)।

মামলার প্রেক্ষিতে তদন্তকারী কারী কর্মকর্তা এস আই কাজী জাকারিয়া কৌশলে হাজীগঞ্জ বাজার থেকে মঙ্গলবার রাতে আটক করে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিশাইর গ্রামের বড় সর্দার বাড়ির গোলাম সারওয়ারের মেয়ে উম্মে কুলছুমা আঁখির সাথে পারিবারিক সম্মতিতে শাহারাস্তি উপজেলার উয়ারুক গ্রামের আজকারি মাইজের বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আমানত শাহের সাথে বিয়ে হয়।

নিহতের ভাই ও মামলার বাদী শাহাদাত হোসেন জানায়, বিয়ের কিছুদিন পর হতেই যৌতুকের জন্য আঁখির সাথে তার স্বামী ও তার পরিবারের বিরোধের সৃষ্টি হয়। এই জন্য কিছুদিন পুর্বে আঁখি তার বাপের বাড়ি ফরিদগঞ্জের ফনিশাইর গ্রামে চলে আসে।

এর পর গত ৪ মে শনিবার তার স্বামী আমানত আঁখিদের বাড়িতে আসে। ওই রাতে আঁখি ও তার স্বামীর সাথে ঝগড়ার একপর্যায়ে তাকে হত্যা করে বসতঘরের আড়ার সাথে আখিঁর লাশ ঝুলিয়ে দিয়ে সে পালিয়ে যায়্।

ফরিদগঞ্জ থানা পুলিশ পরদিন লাশ উদ্ধার করে পোস্ট মর্টেম সম্পন্ন করার পর তার লাশ দাফন করা হয়।

স্টাফ করেসপন্ডেট
৮ মে ২০১৯