Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে অ্যাড. তৌফিক নেওয়াজের সুস্থতায় মিলাদ ও দোয়া
dipu-Moni-Husband

ফরিদগঞ্জে অ্যাড. তৌফিক নেওয়াজের সুস্থতায় মিলাদ ও দোয়া

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনায় ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুলাই) বাদ আছর ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো: মমিনুল হক।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা মো:ফারুক, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, মেয়র প্রার্থী আকবর হোসেন মনির, যুবলীগ নেতা কামরুজ জামান সবুুজ, ফারুক, ফিরোজ আলম, সুজন সরকার, সাজ্জাদ হোসেন টিটু, সুমন, জহির ভূঁইয়া কাইয়ুম গাজী, কামরুল মাস্টার, মাহাবুবু মাস্টার, নুর হোসেন মাস্টার, মো: মনির মাস্টার, কাদির মাস্টার, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রুবেল সরকার, সুমন খান, কলেজ ছাএলীগ নেতা ফয়ছাল পাটওয়ারী প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির স্বামী, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।

প্রতিবেদক- শিমূল হাছান
২০ জুলাই ২০১৯