Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সাথে ফরিদগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভা
envionment

চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সাথে ফরিদগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভা

রবিবার ২৭ অক্টোবর ২০১৯ তারিখ পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ইটভাটার মালিকগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক জনাব এ,এইচ,এম,রাসেদ।

উপ-পরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ সভায় ‘ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’ মোতাবেক ইটভাটা পরিচালনার জন্য ইটভাটার মালিকগণকে অনুরোধ করেন। আইন অনুযায়ী নিষিদ্ধএলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধকরণসহ আধুনিক প্রযুক্তিতে রূপান্তর করা হয়নি এমন ইটভাটাকে আইন অনুযায়ী ইটভাটার অবস্থান গ্রহণযোগ্য থাকলে জিগজ্যাগে রূপান্তর করার জন্য বলা হয়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স কামতা ব্রিকসের স্বত্বাধিকারী শাহ মো. শফিকুল ইসলাম, উটতলী নূরপুর ব্রিকসের স্বত্বাধিকারী মো. ফরিদ আহমেদ, মেসার্স মামুন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন, মেসার্স নির্মাণ ব্রিকসের পরিচালক মো. মনির হোসেনসহ অন্যান্যরা।

তাঁরা ইটভাটা পরিচালনায় পরিবেশ অধিদপ্তরের সহায়তা কামনা করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে নি¤œবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয় : “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক সকল ইটভাটা পরিচালনা, আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখা,সকল ইটভাটার অনুকূলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থাকতে হবে ও ইটভাটার অনুকূলে প্রদত্ত ছাড়পত্রের মেয়াদ উর্ত্তীণের ১ (এক) মাস পূর্বে নবায়নের আবেদন দাখিল করতে হবে।

আরো সিদ্ধান্ত হয় সকল ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স গ্রহণপূর্বক পরিচালনা, ১২০ ফুট উচ্চতার চিমনীর যে সকল ইটভাটা রয়েছে তাঁদের ইটভাটার অবস্থান যদি “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯” মোতাবেক গ্রহণযোগ্য অবস্থানে থাকে তবে তাঁরা জিগজ্যাগ পদ্ধতিতে ইটভাটাকে রূপান্তরপূর্বক পরিচালনা ও ইটভাটায় মাটির ব্যবহারসহ অন্যান্য বিষয়সমূহ আইন অনুযায়ী পরিচালনা করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় ।

ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ইটভাটার মালিকগণের সাথে এ ধরণের মতবিনিময় সভা আয়োজন অব্যাহত থাকবে বলে এক বিঞ্জপ্তিতে জানানো হয়েছে ।

বার্তা কক্ষ ,২৭ অক্টোবর ২০১৯