চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নেশা মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের ৫ জন অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ২০ অক্টোবর রোববার দিবাগত রাতে ওই উপজেলার বালিথুবা ইউনিয়নের খারখাদিয়া গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
চাঁদপুর সরকারি জেনারেএ হাসপাতালে ভর্তিকৃতরা হলেন,ওই এলাকার ওয়ার্ডের মেম্বার মহিবুল্লাহর মাতা রাশিদা বেগম (৮০), স্ত্রী ফাহিমা বেগম (৪০), ছেলে মাহাবুব আলম (২৫), ফয়সাল হোসেন (২৩) ও ছোট ছেলে ফরহাদ হোসেন (১৭)। এরা প্রত্যেকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। কেউ কেউ ভর্তি রয়েছেন। এদের মধ্যে বৃদ্ধা রাশিদা বেগমের অবস্থা গুরুতর।
মেম্বারের ছেলে অসুস্থ মাহাবুব আলম জানায়, রোববার রাত ১০ টার দিকে তারা রাতের খাবার খেলে তার কিছুক্ষণ পরই তারা সবাই যে যেভাবে ছিলো সেভাবেই অচেতন হয়ে পড়েন। রাত ১২ টার পর তার পিতা মেম্বার মহিবুল্লাহ দোকান থেকে বাড়িতে গিয়ে দেখেন তারা সবাই জ্ঞান হারিয়ে মাটিতে এবং বিছানায় পড়ে আছে।
সে জানায় ,এসময় তার পিতা ঘরের দুটি স্টীলের আলমারীর তালা ভাঙ্গা দেখেন। আলমারীতে থাকা নগদ ২০ হাজার টাকা,দুটি স্বর্ণের চেইন এবং দু’জোড়া কানের দুলসহ অন্যান্য জিনিপত্র লুট হয়ে যায়।
পরে সোমবার সকালে স্বজনরা তাদেরকে চিকিৎসার জন্যে হাসপাতোলে নিয়ে যায়। তারা ধারণা করছেন,রোববার সন্ধ্যায় তাদের ঘরে কেউ না থাকার সুযোগে কেউ হয়তো চুরির উদ্দেশ্যে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিয়েছে।
এমন অনাকাঙ্খিত ঘটনায় মহিবুল্লাহ মেম্বার ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও মাহাবুব জানায়। তারই প্রেক্ষিতে সোমবার সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান।
কবির হোসেন মিজি , ২১ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur