Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গ্রামকে শহরে পরিণত করতে কাজ করছেন ফরিদগঞ্জের তরুণ উদ্যোক্তা ফরিদ
farid

গ্রামকে শহরে পরিণত করতে কাজ করছেন ফরিদগঞ্জের তরুণ উদ্যোক্তা ফরিদ

সরকারের স্বপ্ন গ্রামকে শহরে পরিনত করা,আর সে স্বপ্ন বাস্তবায়নে ফরিদগঞ্জের তরুণ উদ্যোক্তা ও শিল্পপতি শেখ ফরিদ তার নিজ গ্রামকে শহরে পরিণত করতে কাজ করছেন।

এরইমধ্যে উপজেলার অবহেলিত এলাকা হিসাবে পরিচিত ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের নিজ গ্রাম দিগদাইর গ্রামে রাস্তাঘাট, দোকান পাট, বাড়ির চলাচলের পথসহ নানা উন্নয়নমূলক কাজ সরকারি ও ব্যক্তি উদ্যোগে করে যাচ্ছেন।

প্রথমদিকে তরুণ এ শিল্পপতি তার নিজ বেপারী বাড়ীর প্রায় ৫৫টি পরিবারের এক মাত্র চলাচলের রাস্তার কাজ হাতে নেন। আর এতে করে বেপারী বাড়ীর সকল শ্রেণীর লোকজন কাজে সহযোগিতা করতে দেখা যায়।

বেপারী বাড়ীর মহসিন, মান্নান, শামসুল হক বেপারী, হানিফ বেপারী ও মির্জা আব্বাস বলেন, আমাদের বাড়ির ফরিদ নিজের মধ্যে কোন অহংকার না রেখে গ্রামের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার এ কার্যক্রমে এলাকার প্রায় ৫৩ পরিবারসহ এলাকাবাসী এক হয়ে তরুণ এ শিল্পপতির কাজে সহযোগিতায় পাশে আছি।

খোঁজ নিয়ে জানা যায়, দিগদাইর বেপারী বাড়ীর হাজী মো: সেকান্তর বেপারীর ছেলে শেখ ফরিদ ২০০০ সাল থেকে ঢাকায় আমদানী ও রফতানি পণ্যের ব্যবসা শুরু করেন। এফ এম ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ বর্তমানে প্রায় ৬টি গামেন্টর্স প্রতিষ্ঠানের মালিক।

তিনি ব্যবসায়ীদের সংগঠন এফবিসিআই ও বিজিএমই’র সদস্য । ব্যবসায়ী হিসেবে সরকারি ভ্যাট-ট্যাক্স প্রদান করে গ্রাম উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

একান্ত আলাপ চারিতায় শেখ ফরিদ বলেন, ‘আমি সব সময় নিজ গ্রামের উন্নয়ন নিয়ে চিন্তা করি। গ্রামের সাধারণ মানুষের সুখেদুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। শহর থেকে যখন গ্রামে যাই তখন অবহেলিত গ্রামের রাস্তা ঘাটের বেহাল অবস্থা দেখে বেসরকারি উদ্যোগে একাধিক বাড়ির রাস্তা ও চলাচলের পথ সুগম করার লক্ষ্যে কাজ করছি।’

তিনি বলেন, ‘যতোদিন বেচেঁ আছি মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাবো। আর এ স্বপ্ন বাস্তবায়নে আমার বাড়ির মুরব্বি থেকে শুরু করে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেয়ে যাচ্ছি।’

এ বিষয়ে স্থানীয় সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. শারাফত উল্ল্যাহ চাঁদপুর টাইমসকে বলেন, ‘তরুন শিল্পপতি শেখ ফরিদ এসব উন্নয়ন কাজে আমার সহযোগিতা চেয়েছেন, আমিও তার এ ধরনের কাজকে সাধুবাদ জানিয়ে সহযোগিতা করতে চাই।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
২৫ জুন ২০১৯