মতলব উত্তর

মতলব উত্তরে ফনীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে ফনীতে ক্ষতিগ্রস্তদের মাঝ ত্রাণ বিতরণ করা হয়। শুক্রবার (২৪ মে) সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আনন্দবাজারে ত্রান বিতরণপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

সরকারি ত্রাণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

এসমসয় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগনের মাঝে পৌঁজে দিতে হবে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যোগ্য নেতৃত্বে থাকার কারণেই আজ দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা সকলে সরকারি সকল উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, খাদ্যের কোন অভাব হবে না। সরকারি ভাবে ধান ও চাল ক্রয় করা হচ্ছে। দেশে খাদ্যের কোন অভাব নেই।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। আমি দেশ ও জনগণের সেবা করতে এসেছি। আমি আপনাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে চাই।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থাানীয় সংসদ সদস্য এড.নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সভায় বক্তব্য রাখেন শাহবাগ থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, সমাজ সেবক ও রাজনীতিবিদ গাজী মুক্তার হোসেন, সমাজসেবক নজির আহমেদ মাস্টার, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি বশির আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়র রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেতা হারিস মাহমুদ দীপন, জনপ্রতিনিধি খোকন প্রধান প্রমুখ।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
২৪ মে ২০১৯

Share