চাঁদপুর

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী : চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ

আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থান করছে ‘ফণী’। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। তাছাড়া এছাড়া চাঁদপুরসহ কয়েক জেলাতে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ফণীর কারণে চাঁদপুরসহ দেশের সব নদীবন্দরে নৌযান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, তারা সকাল থেকে দেশের সব নৌপথে নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বিআইডব্লিউটিএ লঞ্চ মালিক সমিতির সঙ্গে আলোচনা করে, ঘূর্ণিঝড়ের সব ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে

বিষয়টি এমভি হাসান ও এমভি আব এ জমজম লঞ্চ কর্তৃপক্ষ চাঁদপুর টইমসকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন পৌনে ১২ টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

তবে এ বিষয়ে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও চাঁদপুর বন্দর কর্মকর্তাকে পাওয়া যায়নি।

আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার যা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, ফণীর আঘাত বেশ মারাত্মক হতে পারে। ফণীর প্রভাবে জলোচ্ছ্বাসও হতে পারে। ডুবে যেতে পারে নিম্নাঞ্চল।

প্রাথমিক প্রস্তুতি হিসেবে শুকনো খাবার, মেডিকেল টিম, ঔষধ ইত্যাদি প্রস্তুত রেখেছে চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বিদ্যুৎ ব্যবস্থা মনিটরিংয়ের জন্যে বিদ্যুৎ বিভাগ প্রস্তুত থাকবে। ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে জেলা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যারা টেলিফোন নং- ০৮৪১৬৩৫৯৬, মোবাইল নং- ০১৭৩০ ০৬৭০৭৯ অথবার ০১৭১১২৪৫৯৫৪

এদিকে চাঁদপুর আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. সোয়েব চাঁদপুর টাইমসকে জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় “ফণি” দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। । সমুদ্র বন্দরসমূহকে চার (পুনঃ) চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

চাঁদপুরে এর প্রভাব কেমন হতে পারে এমন প্রশ্নে মি. সোয়েব জানান, সাধারণত সমুদ্রঅঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি হলে চাঁদপুরে এর প্রভাব পড়ে। সে হিসেবে ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন পর্যন্ত ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কি.মি গতিবেগে অবস্থান করছে। তাই চাঁদপুরবাসীকে সতর্ক থাকতে হবে।

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
২ মে ২০১৯

Share