চাঁদপুরের কচুয়ায় ফণীর ভয়াবহ তান্ডবে ও গাছ পড়ে প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। এতে পাড়াগাঁও গ্রামে বাবা- ছেলে গুরুতর আহত হয়েছে।
শনিবার (৪ মে) ভোরবেলায় কচুয়া উপজেলার পাড়াগাঁও,রসুলপুরসহ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের মাথা গোছা ঠাঁই হারিয়ে খোলা আকশের নিচে বসবাস করছে। ক্ষতিগ্রস্তরা হচ্ছেন, পাড়াগাঁও গ্রামের সাইফুল ইসলাম, আব্দুল গফুর মিয়া, আবুল কালাম, বিল্লাল হোসেন, আব্দুর রাজ্জাকসহ আরো কয়েকটি পরিবার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহরিয়া শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়নে পাড়াগাঁও গ্রামের ৮-৯ জন লোকের ছোট বড় ১৩টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থদের খোজঁঁ খবর নিয়ে তালিকা করা হচ্ছে। এছাড়া কচুয়ার রসুলপুরসহ বেশ কিছু গ্রামে বৈদ্যুতিক খুঁটি, বাড়িঘর, গাছপালাসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেছে। তবে কোথাও কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
৪ মে ২০১৯