ফরিদগঞ্জ

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন প প পরিদর্শক

সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকভুলে নিজের ব্যাংক হিসাবে অন্যের একশত টাকা কম লাখ টাকা জমা হয়। তাও আবার প্রবাস থেকে পাঠানো। তাই ইচ্ছে করলে নগদ তুলে তা হাতিয়েও নিতে পারতেন।

কিন্তু না, মোটা অঙ্কের টাকা ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ফরিদগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মনির হোসন ভূঁইয়া।

জানা গেছে, বুধবার ২১ আগস্ট বিকেলে মনির হোসেনের মুঠো ফোনে বার্তা আসে তার সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখার ব্যাংক হিসাবে ৯৯ হাজার ৯ শ’ টাকা জমা হয়েছে। তিনি দ্রুত ব্যাংকে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেনকে খতিয়ে দেখার অনুরোধ জানান।

ব্যাংক কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারেন, সৌদিআরব প্রবাসী এক ব্যক্তি তার স্ত্রী সানজিদা আক্তারের নামে নোয়াখালী জেলার সোনাইমুড়ি শাখার সোনালী ব্যাংকে ৯৯ হাজার ৯ শ টাকা পাঠান। কিন্তু এ টাকা ব্যাংকের ওই শাখার নির্ধারিত গ্রাহকের হিসেবে জমা না হয়ে সোনালী ব্যাংক,ফরিদগঞ্জ শাখার গ্রাহক মনির হোসেন ভূঁইয়ার হিসাবে জমা হয়।

আরো জানা গেছে,প্রবাস থেকে যিনি টাকা পাঠান তিনি হিসাব নম্বর লিখতে গিয়ে গড়মিল করেছেন। ফলে তার ভুলের কারণে স্ত্রী সানজিদা আক্তারের টাকা চলে যায় মনির হোসেন ভূঁইয়ার হিসাবে। পরে মনির হোসেন ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে ওই টাকা মূল হিসাব নাম্বারে পাঠিয়ে দেন।

এ ব্যাপারে মনির হোসেন ভূঁইয়া জানান,সরকারের দেওয়া বেতনের টাকায় বেশ স্বাচ্ছন্দে্্য আমার সংসার চলে। সুতরাং অন্যের টাকা ভোগের পাপ কাঁধে নিতে চাইনি,ফিরিয়ে দিয়েছি।

সোনালী ব্যাংক, চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা গোলাম হোসেন টিটু বলেন, ‘গ্রাহকের সামান্য ভুল বা অসতর্কতার কারণে এমনটি হয়েছে। তবে মনির হোসেন ভূঁইয়ার সততার জন্য খুব অল্প সময়ে প্রকৃত গ্রাহক তার টাকা পেল।

বার্তা কক্ষ
২২ আগস্ট ২০১৯

এজি

Share