‘সময়ের সাথেই থাকা চাঁদপুর টাইমস’ স্লোগানে ২০১৪ সালের ১৫ নভেম্বর ‘চাঁদপুর টাইমস’ নামক অনলাইন নিউজপোর্টালের সূচনা।
নানা প্রতিকূলতার মধ্যে সূতিকাগার পার হয়ে পূর্ণাঙ্গভাবে ওই বছরেরই ডিসেম্বরের প্রথম দিনে চাঁদপুরের রাজনীতি-সংস্কৃতি অঙ্গনের পরিচিতমুখ কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের হাত ধরে ‘চাঁদপুর টাইমস’ পরিপূর্ণ ও নির্ভরযোগ্যভাবে সংবাদ নিয়ে কালের গতির সাথে তাল মিলিয়ে পথচলা শুরু করে। আমরা কারো প্রতিদ্বন্দ্বী নই : নয় কেউ আমাদের প্রতিদ্বন্দ্বী।
ধন্যবাদ আমাদের সব পাঠক সমাজকে, যারা আমাদের মূলধন। পাঠকই আমাদের প্রাণ। চাঁদপুর টাইমস-এর সকল সংবাদের পাঠকপ্রিয়তা ও নির্ভরযোগ্যতাই আমাদের কাম্য।
[button color=”red” size=”small” link=”http://wp.me/P5nal3-67f” ]আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে. [/button]
চাঁদপুর টাইমস পরিবার সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি





















Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur