মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৪ হাজার ২৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আরো জানানো হয় এ সময়ে ৭৩ হাজার ১৭১ মে. টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়।
কমিটির সদস্য বি.এম.কবিরুল হক, মো.শহিদুল ইসলাম (বকুল),ছোট মনির,নাজমা আকতার,শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ পশুসম্পদ ক্যাডার বহির্ভূত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উত্থাপিত প্রাণিসম্পদ অধিদপ্তরের জন্য সাংগঠনিক কাঠামো পুর্নগঠনের লক্ষ্যে রাজস্ব খাতে পদ সৃজনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া মৎস্য অধিদপ্তরের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট বরাদ্দ, প্রতিষ্ঠান ভিত্তিক ব্যয়, অধিদপ্তরের কাজের সফলতা ও অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়,জাতীয় অর্থনীতিতে ২০১৮-১৯ অর্থবছরে দেশের জিডিপি’র ৩ দশমিক ৫০ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র ২৫ দশমিক ৭১ শতাংশ মৎস্যখাতের অবদান।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০১৮ এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে তৃতীয় এবং চাষ করা মাছ উৎপাদনে ৫ম, ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে ১ম।
সভায় আরো জানানো হয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মৎস্য অধিদপ্তর থেকে ২০১৮-১৯ অর্থবছরে ১৪ টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, বাস্তবায়ন অগ্রগতি ৯৮.৮৩ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে ৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
এছাড়া কমিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের জন্য প্রয়োজনীয় জনবল সৃজনের লক্ষ্যে পদক্ষেপ নিতে সুপারিশ করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বার্তা কক্ষ , ৩০ অক্টোবর ২০১৯