Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলের সামনে থেকে দু’কিশোর আটক
Evtiser-Hajigonj

হাজীগঞ্জে ইভটিজিংয়ের অভিযোগে স্কুলের সামনে থেকে দু’কিশোর আটক

চাঁদপুরের হাজীগঞ্জে দুই ইভটিজারকে আটক করেছেন সিনিয়র পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন। ১৭সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা উচ্চ বিদ্যালয়ের সম্মূখ থেকে এই দুই যুবককে আটক করেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনসহ সর্ঙ্গীয় পুলিশ ফোর্স।

আটককৃতরা হলেন, বাকিলা ইউনিয়নের স্বর্না গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তানভির (১৯) ও কুমিল্লা সদর উপজেলার কালির বাজার গ্রামের হুমায়ন কবিরের ছেলে পারভেজ (২২)।

জানা যায়, প্রতিনিয়ত বাকিলা উচ্চ বিদ্যালয়ের সামনে একদল বখাটে যুবক বিদ্যালয় টিফিন ও ছুটির সময় তারা ছাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করে আসছে। এমন খবর অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন অবগত হন।

তারই ধারাবাহিকতা মঙ্গলবার বিদ্যালয় ছুটির পূর্বে ফোর্স নিয়ে হাজির হন পুলিশ সুপার আফজাল হোসেন। বিদ্যালয় ছুটি হলে ৭ যুবক ছাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গি করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের নেতৃত্বে থাকায় পুলিশ ফোর্স ৭ যুবককে তাড়া করেন। ওই সময় ওদের মধ্য থেকে ৫ জন পালিয়ে গেলেও দুই জনকে আটক করতে সক্ষম হন তিনি।

পরে ওই দুই বখাটে যুবককে থানা নিয়ে আসা হয়। আজ বুধবার আটককৃতদের চাঁদপুর আদালতে প্রেরণ করার কথা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন চাঁদপুর খবরকে বলেন, দেশব্যাপি কিশোর গ্যাংদের দৌরাত্ম চলছে। তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। আর এসকল কিশোর গ্যাংদের দমনে মাঠে কাজ করছে পুলিশ। আমাদের পুলিশ সুপার মাহবুবুর রহমান মহোদয়ের নির্দেশক্রমে আমরা হাজীগঞ্জ উপজেলাকে এ থেকে মুক্ত রাখতে কাজ করে যাচ্ছি। ফলে এমন অভিযান আমাদের অব্যাহত থাকবে।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৮ সেপ্টেম্বর ২০১৯