চাঁদপুর

চাঁদপুর শহরের ফুটপাত ও রেলস্টেশনে অভিযান : ছয় ব্যবসায়ী আটক!

চাঁদপুর শহরে ফুটপাত ও রেল স্টেশন দখলমুক্ত অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার (১৮ মে) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ অভিযানে নামে মডেল থানা পুলিশ । এ সময় অবৈধভাবে সড়ক দখল করে যানজট সৃষ্টি করায় শহরের কালীবাড়ি মোড় এলাকা থেকে ৪টি মোটরসাইকেল আটক করে নিয়মিত মামলা প্রদান করেন।

অভিযান বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টিলিজেন্ট আব্দুর রব জানান, ঈদকে কেন্দ্র করে শহরে যানজট নিরসন অভিযান শুরু করেছি। রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৬ ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়া ৪টি মোটরসাইকেল রাস্তার ওপর অবৈধভাবে রাখায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক ৬ ব্যবসায়িকে ফুটপাত ও সড়কে চলাচলে আর কোন দিন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এ মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে শহরের ব্যস্ততাপূর্ন স্থান কালীবাড়ি রেলওয়ে প্ল্যাটফর্ম এলাকায় ফল ব্যবসার নামে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৬ ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ীরা হলেন, আলামিন, আবুল খায়ের বেপারী, আব্দুর ছাত্তার গাজী, রাজু, ইউনূছ পাটওয়ারী ও মফিজ মিজি।

প্রসঙ্গত, রমজানের শুরু থেকেই চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান রেলওয়ে প্লাটফর্মে ভাসমান মৌসুমী ফল ব্যবসায়ীরা যাত্রী সাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলের ঝুড়ি বসিয়ে ব্যবসা করে আসছিলো। গত কয়েকদিন আগে মডেল থানা পুলিশ কয়েকজনকে এ অপরাধে আটক করে।

পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। কিন্তু এই ভাসমান ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় আবারও প্ল্যাটফর্ম দখল করে ব্যবসা শুরু করে। পরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে দ্বিতীয়বারের মতো পুলিশ অভিযান চালায়।

প্রতিবেদক- মজাহারুল ইসলাম অনিক
১৯ মে ২০১৯

Share