Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে কলেজ ছাত্র কারাগারে
evatasing-in-hajiganj

হাজীগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে কলেজ ছাত্র কারাগারে

চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসার ছাত্রীদের সাথে ইভটিজিংয়ে দায়ে কলেজ ছাত্র কারাগারে পাঠানো হয়েছে। ৩ নভেম্বর রবিবার উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্বাস উদ্দিন বাচ্চুর ছেলে ফরহাদ (১৯) কে ঘর থেকে আটক করে পুলিশ।

সে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে এস এস সি পাশ করেছে বলে জানা যায়।

ঘটনার বিবরণে জানা যায়, বড়কূল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১০ম ও ৭ম শ্রেণীর দুই ছাত্রীকে গত শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে কলেজ ছাত্র ফরহাদ (১৯) , প্রত্যাপপুর গ্রামের পারহান আহম্মেদ সোহান (১৮) ও শাহজাদা (১৫) এ তিন বখাটে মিলে তাদেরকে লক্ষ্য করে বোরকা টান দিয়ে ছিড়ে ফেলে।

এ সময় মাদ্রাসা ছাত্রীদের কাছ থেকে ফোন নাম্বার চাইলে না দেওয়ায় এক পর্যায় জোরপূর্বক তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছাত্রীদের ডাক চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন দৌড়ে আসলে বখাটের দল পালিয়ে যায়।

ঘটনার বিবরণ ছাত্রীদের মুখে ও স্থানীয়দের সাক্ষিতে মাদ্রাসার অধ্যক্ষ সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)কে অবগত করেন। পরে মাদ্রাসার ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় এ তিন বখাটের বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলার আলোকে থানার এস আই বেলাল তিন বখাটের মধ্যে কলেজ ছাত্র ফরহাদকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, মাদ্রাসার ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আমরা ইতিমধ্যে কলেজ ছাত্র ফরহাদকে আটক করতে সক্ষম হই, বাকি দুই জনকে আটকের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ৪ নভেম্বর ২০১৯