চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খানের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (১৪ মে) মতলব সেতুর উত্তর প্রান্তে সেতুর এপ্রোচ রোড দখল করে সেতু ও সেতুর সংযোগ সড়কের জন্যে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠা ৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান কর্তৃক প্রদত্ত স্থীর চিত্র ও ফেইজবুক স্ট্র্যাটাসে এ তথ্য জানা গেছে।
মতলবের এ উচ্ছেদ অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম, মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন,সহকারী কমিশনার (ভূমি) মতলব উত্তর শুভাশিস ঘোষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম,উজ্জ্বল হোসেন,পুলিশ সদস্যবৃন্দ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ।
করেসপন্ডেন্ট
১৪ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur