চাঁদপুরের রাজরাজেশ্বরে মা ইলিশ রক্ষায় পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে প্রশাসন ও পুলিশ প্রশাসন । মা ইলিশ রক্ষায় চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের নির্বেোধ জেলেদের প্রতিরোধ করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয় ১৮ অক্টোবর শুক্রবার ।
ইউনিয়নের এ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার(চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী। পুলিশ সদস্যদের করণীয় প্রসঙ্গে পরে তিনি এক ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী ।
তিনি জানান,মা ইলিশ রক্ষা কার্যক্রমের ৩০ অক্টোবর পর্যন্ত এ অস্থায়ী ক্যাম্পটি এখানে থাকবে। এখানে আমাদের যথেষ্ট জনবল ও সক্ষমতার সহিত পুলিশ সদস্যরা থাকবে। তাদের কাজ হলো কোষ্টগার্ড,নৌ পুলিশ ও মৎস্য বিভাগকে মা ইলিশ রক্ষায় সহায়তা করা।
এছাড়াও স্থল এলাকার বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে তা জব্দ করা। রাজরাজেশ্বরের একশ্রেণির জেলে নির্বিচারে মা ইলিশ নিধন করে যাচ্ছে। এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা সচেতনমহলের প্রাণের দাবির প্রেক্ষিতে করা হয়েছে।
বার্তা কক্ষ ,২১ অক্টোবর ২০১৯[/one_sixth_last]