Home / সারাদেশ / চাঁদপুর কুমিল্লাসহ ৭ জেলায় নির্বাহী প্রকৌশলীদের মানববন্ধন
manvbondn

চাঁদপুর কুমিল্লাসহ ৭ জেলায় নির্বাহী প্রকৌশলীদের মানববন্ধন

হবিগঞ্জের বাহুবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দীন কর্তৃক উপজেলা প্রকৌশলীকে তার কার্যালয়ে লাঞ্চিত করার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে এলজিইডির ৭টি জেলার নির্বাহী প্রকৌশলীসহ উপজেলা প্রকৌশলীগন।

মঙ্গলবার (১২ মার্চ) মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন এলজিইডির প্রকৌশলীগন।

এ সময় তারা বলেন, গত ৬ মার্চ হবিগঞ্জের বাহুবল উপজেলার ইউএনও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে উপজেলা প্রকৌশলীকে তার নিজ কক্ষে হাতকড়া পড়িয়ে সবার সামনে সম্মানহানি করেন। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের একজন কর্মকর্তাকে এভাবে লাঞ্চিত করার প্রতিবাদে দায়ী ইউএনওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা।

তারা আরও জানান, সরকারি কর্মচারী আইন ২০১৮ এর ৪১ (১) ধারা অনুযায়ী কোনও ফৌজদারি মামলায় আদালতে অভিযুক্ত হওয়ার পূর্বে কোনও সরকারি কর্মকর্তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতারের বিধান নেই। অথচ আইন অমান্য করে উপজেলা প্রকৌশলীকে হাতকড়া পড়িয়েছেন ইউএনও। কর্মকর্তারা ইউএনও শাস্তি দাবি করেন।

মানববন্ধনে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লা অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মোখলেসুর রহমানসহ কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, চাঁদপুর, মুন্সীগঞ্জ, কক্সবাজার এর নির্বাহী প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
১২ মার্চ,২০১৯