একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে চূড়ান্ত ভোটযুদ্ধে লড়ছেন ৩৫ প্রার্থী। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুর রহমান খান।
তফসিলে ঘোষিত তারিখ অনুযায়ী সোমবার (১০ ডিসেম্বর) স্ব-স্ব প্রার্থী ও বিশেষ ক্ষেত্রে প্রার্থীদের প্রতিনিধির হাতে তিনি এসব প্রতীক তুলে দেন।
বরাদ্দকৃত প্রতীকগুলো হচ্ছে, আওয়ামী লীগ (নৌকা), বিএনপি (ধানের শীষ), জাতীয় পার্টি (লাঙ্গল), ইসলামী আন্দোলন (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট (মোমবাতি), ইসলামি ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার), জাকের পার্টি (গোলাপ ফুল), গণফোরাম (উদীয়মান সূর্য), ইসলামী ঐক্যজোট (মিনার), মুসলীম লীগ (হারিকেন), এনপিপি (আম), বাসদ (মই) বিপ্লবী ওয়ার্কাস পার্টি (কোদাল), তরিকত ফেডারেশন (ফুলের মালা)।
প্রতীক গ্রহণকারী প্রার্থীদের মধ্যে রয়েছে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৭ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে ৬ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ৭জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৯ জন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ) আসনে ৬ জন।
২৬০ চাঁদপুর -১ (কচুয়া) সংসদীয় অাসনে অাওয়ামীলীগের দলীয় প্রার্থী ড. মহিউদ্দীন খান অালমগীর নৌকা, বিএনপি দলীয় প্রার্থী মোশারফ হোসেন ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক এ কে এস এম শহীদুল ইসলাম মোটর গাড়ি, এমদাদুল হক রুমন (জাতীয় পার্টি মার্কা লাঙ্গল), নুরুল অালম মজুমদার (ইসলামী ফ্রন্ট মার্কা মোমবাতি), জোবায়ের অাহমেদ (ইসলামী অান্দোলন মার্কা হাত পাখা) ও অাজাদ হোসেন (গণফোরাম মার্কা উদিয়মান সূর্য) প্রতীক গ্রহণ করেন।
২৬১ চাঁদপুর -২ (মতলব উত্তর ও দক্ষিণ ) সংসদীয় অাসনে অাওয়ামলীগের দলীয় প্রার্থী নুরুল অামিন রুহুল নৌকা প্রতীক, বিএনপি দলীয় প্রার্থী ড. জালাল উদ্দিন ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টির দলীয় প্রার্থী এমরান হোসেন লাঙ্গল, ইসলামী অান্দোলন অাসরাফ উদ্দিন (হাত পাখা), ইসলামী ঐক্যজোট মোঃ মনির হোসেন চেধৈুরী (মিনার) ও মুসলীম লীগের দলীয় প্রার্থী নুরুল অামিন লিটন (হারিকেন)।
২৬২ চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় অাসনে অাওয়ামীলীগের দলীয় প্রার্থী ডাঃ দীপু মনি নৌকা নৌকা প্রতীক, বিএনপির দলীয় প্রার্থী শেখ ফরিদ অাহমেদ মানিক ধানের শীষ প্রতীক, ইসলামী অান্দোলননের দলীয় প্রার্থী মোঃ জয়নাল অাবেদীন ( হাতপাখা), জাকের পার্টির দেওয়ান কামরুনন্নেসা (মার্কা গোলাপ ফুল), বাসদের দলীয় প্রার্থী শাহজাহান তালুকদার (মার্কা মই), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির দলীয় প্রার্থী মোঃ অাজিজুর রহমান (কোদাল) ও তরীকত ফেডারেশসের দলীয় প্রার্থী মোঃ মিজানুর রহমান (মার্কা ফুলের মালা)।
২৬৩ চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) সংসদীয় অাসনে অাওয়ামীলীগের দলীয় প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান প্রতীক নৌকা, বিএনপি দলীয় প্রার্থী এম এ হান্নান প্রতীক ধানের শীষ), জাতীয় পার্টির তলীয় প্রার্থী মাইনুল ইসলাম ( মার্কা লাঙ্গল), ইসলামী অান্দোলনের দলীয় প্রার্থী মকবুল হোসেন (মার্কা হাতপাখা), বাসদের দলীয় প্রার্থী অানিসুজ্জামান ভূঁইয়া (মার্কা মই), ন্যাশনাল পিপলস পার্টির দেলোয়ার হোসেন পাটওয়ারী (মার্কা অাম), জাকের পার্টির বাচ্চু মিয়া ভাষানী (গোলাপ ফুল), ইসলামী ফ্রন্টের গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক (মোবাতি) ও মুসলীগের দলীয় প্রার্থী মাহবুবুর রহমান ভূঁইয়া (হারিকেন)।
২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) সংসদীয় অাসনে অাওয়ামীলীগের দলীয় প্রার্থী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম প্রতীক নৌকা, বিএনপির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক প্রতীক ধানের শীষ, ইসলামী ফ্রন্টের অালহাজ্ব অাবু সুফিয়ান অাল কাদেরী (মার্কা মোমবাতি), ইসলামী অান্দোলনের প্রার্থী শাহাদাত হোসেন (মার্কা হাতপাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (মার্কা চেয়ার) ও জাকের পার্টির প্রার্থী ওয়াহেদ মোল্লা (গোলাপ ফুল)।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ৩’শ আসনের জন্য ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এবার নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক দলই নির্বাচনে প্রার্থী দিয়েছে।
আজ সোমবার ( ১০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর এসব প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচরণা। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর, ২০১৮