শাহরাস্তি

শাহরাস্তিতে নির্বাচনি আচরণবিধি অবহিতকরণ সভা

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তিতে আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ১২(মার্চ)বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমানের সভাপ্রধানে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীন খান।

কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমীন মলি্লক, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ আলম, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, হাইমচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রিপন হোসেন, কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন শাহরাস্তি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাজী হুমায়ুন কবির, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) ইঞ্জিঃ মকবুল হোসেন, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি, ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের (তালা) প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (আনারস) সমর্থক মোহাম্মদ হোসেন মীর ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (প্রজাপতি) হাসিনা আক্তারের প্রতিনিধি মোঃ আবুল কাশেম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়শ্রী উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মানিকসহ বিভিন্ন প্রার্থীর সমর্থক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

বার্তাকক্ষ
১৩ মার্চ ২০১৯

Share