শীর্ষ সংবাদ

চাঁদপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন কমিশনের চিঠি

চাঁদপুর সদরের সকল স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণে ১০ ফেব্রুয়ারি চিঠি প্রেরণ করেছেন। চিঠির মর্মমতে, ভোটগ্রহণে প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগের জন্যে কর্মরত শিক্ষক ও শিক্ষিকাগণের নামের তালিকা প্রেরণের জন্যে শিক্ষা প্রতিষ্ঠানে এ চিটি প্রদান করা হয়েছে।

আগামি ১৮ ফেব্রুয়ারির ভেতর সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক ও শিক্ষিকাগণের নামের তালিকা প্রেরণের অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একটি কেন্দ্রে ১ জন প্রিজাইডিং অফিসার ,প্রতি বুথে ১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন করে পোলিং অফিসার ভোট গ্রহণে নিয়োগ করা হবে। এ সব কর্মকর্তাগণের নির্বাচনপূর্ব ১ দিনের একটি প্রশিক্ষণও দেয়া হবে।

প্রসঙ্গত, আগামি ১৮ মার্চ দ্বিতীয় ধাপে নির্বাচন করার জন্য ১ শ’২৫ টি উপজেলার মধ্যে চাঁদপুরের ৮টি উপজেলায় শুরু হচ্ছে উপজেলা নির্বাচন। এ উপজেলা নির্বাচন পাঁচটি ধাপে গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এবার ৫টি ধাপে অনুষ্টিত হবে উপজেলা নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে আগামি ৮ অথবা ৯ মার্চ। আর দ্বিতীয় থেকে পরবর্তী ধাপে ভোট হবে ঈদের পর। সাতদিন পরপর এ সব ধাপের ভোট নেয়া হবে।

আগামি ২১ মার্চের মধ্যে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলো ৮ বা ৯ মার্চ প্রথম ধাপে, ২৬ মার্চের মধ্যে যেগুলোর মেয়াদ শেষ হবে সেগুলো ১৮ মার্চ দ্বিতীয় ধাপে, ৩০ মার্চের মধ্যে মেয়াদ শেষ হবে এমন উপজেলাগুলো ২৪ মার্চ তৃতীয় ধাপে এবং ১৯ জুনের আগে যেগুলোর মেয়াদ শেষ হবে সেগুলো ৩১ মার্চ চতুর্থ ধাপে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। অবশিষ্ট উপজেলাগুলোর নির্বাচন হবে পঞ্চম ধাপে। ৪ শ’ ৯২টি উপজেলা পরিষদের মধ্যে অন্তত ৪ শ’৬০টিতে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে কমিশন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে জেলার নির্বাচনি আসনের ৮টি উপজেলা,৭ টি পৌরসভা ও ৮৯ টি ইউনিয়নে ৬’শ ৭৮ কেন্দ্রে ১৮ লাখ ৭ হাজার ৯ শ’ ৮৪ জন ভোটার রয়েছে ।

চাঁদপুরের ৫ আসনে ৬শ’৭৮ টি কেন্দ্র, ৩ হাজার ৪শ’৮১ টি কক্ষ বা বুথ রয়েছে। সে মতে ১২ হাজার প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং ৮ হাজার ১শ’ আনসার ও ভিডিপি ভোটগ্রহণ কাজে নিয়োজিত ছিল।

এরইমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২০১৪ সালে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ,নির্বাচিতদের শপথ গ্রহণ এবং পরিষদের প্রথম সভার তারিখের তথ্য সংগ্রহ করেছে কমিশন। সে তথ্য অনুসারে পাঁচটি ধাপে নির্বাচন যোগ্য উপজেলাগুলোকেও চিহ্নিত করা হয়েছে। তবে প্রস্তুত করা তালিকায় কিছু উপজেলা যোগ ও বিয়োগ হতে পারে।

চাঁদপুর সদরের উপজেলা নির্বাচন কমিশনার মো.দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে বলেন,‘উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন পর্যন্ত ভোটার পরিসংখ্যান কিছুটা রদবদল হতে পারে। কিন্ত কেন্দ্র ও বুথ বৃদ্ধি বা হ্রাসের সম্ভাবনা আপাতত নেই।’

প্রতিবেদক:আবদুল গনি
১৩ ফেব্রুয়ারি,২০১৯

Share