মতলব উত্তর

মতলব এখলাছপুর লঞ্চঘাটের জেটি উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে লঞ্চঘাটের জেটি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফিতা কেটে জেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষি) সংসদীয় আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

এ সময় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী মিজানুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন,

এখলাছপুর ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসে, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান,

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ এর স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন এই লঞ্চঘাটটি বাঁশ দিয়ে নির্মাণ করা ছিলো। যা দিয়ে যাত্রীদের উঠানামা করতে অনেক কষ্ট পোহাতে হয়েছে। বর্তমান সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এমপিকে জানানোর পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং তদারকি করায় খুব দ্রুত এই জেটিটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
২৪ মে ২০১৯

Share