চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর পৌর ঈদগাহ রক্ষণাবেক্ষণে ব্যবস্থা
চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর চাঁদপুর শহরের প্রধান পৌর ঈদ গাঁয়ের পবিত্রতা রক্ষায় ব্যবস্থা নিলেন চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। গত ১০ নভেম্বর চাঁদপুর শহরের প্রধান ঈদগাহের এ মাঠটি নিয়ে চাঁদপুর টাইমসে ‘গাড়ি পার্কিং, কাঁচা মাল, ও ছৈয়ালদের দখলে চাঁদপুর পৌর ঈদগাহ’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
তার কয়েকদিন পরই মাঠের দুটি প্রধান ফটকে পাকা পিলার পুতে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেছেন চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মাঠের দু,পাশের গেটে পাকা পিলার বসিয়েছে।
চাঁদপুর টাইমসের আগের প্রতিবেদনে বলা হয় চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ ( সাবেক স্ট্যান্টরোড) পুরাণ বাজার নতুন বাজার ব্রীজের নিকটে অবস্থিত পৌর ঈদ গাঁ, মাঠের চর্তুদিকে মাঠ জুড়ে পিকআপ ভ্যান, ঠেলাভ্যান, রিক্সাসহ বিভিন্ন ছোট- বড় যানবাহন পাকিং করে রাখা হয়।
মাঠের দক্ষিণ পাশে বাঁশ শ্রমিকরা ব্যবসায়ীরা বাঁশ এবং বেড়া তৈরি করে মাঠে ফেলে রেখেছেন। এছাড়াও বিভিন্ন কাঁচামাল সেখানে ফেলে রাখার কারণে এবং বহিরাগতদের মল মূত্রে সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ঈদ গাঁ মাঠটি একদিকে যেমন পবিত্রতা রক্ষা পাচ্ছেনা অন্যদিকে পরিবেশ দূষিত হয়ে তার সৌন্দর্য হারাচ্ছে শহরের এই প্রধান ঈদগাহ।
যাতে করে কোন প্রকার যানবাহন এবং কাঁচামাল আড়তদার ব্যবসায়ীরা সেখানে কাঁচা না ফেলতে পারেন এবং যানবাহন পাকিং করে রাখতে না পারেন। একটি পবিত্র ঈদ গাহের পবিত্রতা রক্ষায় চাঁদপুর পৌরসভা কর্তপক্ষের এমন প্রদক্ষেপ চাঁদপুর বাসির কাছে অনেক প্রশংসনীয় হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির খান এর সাথে আলাপকালে তিনি চাঁদপুর টাইমসকে বলেন পৌরসভার মাসিক সভায় এটা আমি উপস্থাপন করেছি। চাঁদপুরে কেন্দ্রীয় এ ঈদগাহটি যে ভাবে দখল করে রেখেছে এবং কাঁচামাল ব্যবসায়ীরা বিভিন্ন পঁচা ময়লা আবর্জনা ফেলে যে পবিত্রতা নষ্ট করছে সেজন্য আমি মাসিক সভায় তা উপস্থাপন করেছি।
মি. হুমায়য়ুন কবির আরো বলেন, মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী রোজার ঈদের আগেই এই পবিত্র ঈদ গাঁহ রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করা হবে। আমরা চারদিকে বাউন্ডারি দিয়ে তার পবিত্রতা রক্ষার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
২৫ নভেম্বর, ২০১৮