সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ-উল-আযহার প্রথম দিন উদযাপিত হবে আগামি ১১ আগস্ট। বাংলাদেশে শূক্রবার (২ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে ।
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় হজ অনুষ্ঠিত হবে আগামি ১০ আগস্ট। কয়েকটি সূত্র যাচাই করে বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেয়। সাধারণত: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই বাংলাদেশে ঈদ ও কোরবানি উৎসব পালন করা হয় থাকে। সে হিসাবে বাংলাদেশে ১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে।
সর্বোপরি ঈদুল আজহা তথা কোরবানির ঈদের চাঁদ দেখার ওপরই নির্ভরশীল। বাংলাদেশে ২ আগস্ট চাঁদের সন্ধান করা হবে। এদিকে বুধবার বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ পালিত হতে পারে।
(নয়া দিগন্ত)
বার্তা কক্ষ
২ আগস্ট ২০১৯